সোমবার ১৬ আগস্ট ২০২১ - ১৯:৫০
কালো পোশাক পরা কেমন?

হাওজা / আযাদারীতে কালো কাপড় পরা এটা এক প্রকার আহলেবায়েত (আঃ) এবং শোকের প্রকৃত উৎস,যা আল্লাহর হুজ্জত ইমাম মাহদী (আঃফাঃ)-এর প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশের ঘোষণা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পর্ব ৩- ইবনে জা'দ আহলে সুন্নাহর আলেম নিজের মুসনাদে লিখেছেন যে :

"আসমা বিনতে উমাইস বলেন, যখন জাফর তৈইয়ার শহীদ হন, তখন আল্লাহর রাসূল আমাকে তিন দিন কালো কাপড় পরতে বলেন এবং তারপর যা ইচ্ছা তাই করতে বলেন।

উল্লেখিত রেওয়ায়েত একই অর্থে বহু সুন্নী গ্রন্থে বর্ণনা হয়েছে।

যেমন বর্ণিত হয়েছে যে, 'স্ল্যাব' এর অর্থ হল শোকের অবস্থায় কালো পোশাক পরিধান করা। অনুরূপভাবে ঐ রেওয়ায়েতের শেষে আলেমগণও এই একই অর্থের ব্যাখ্যা করেছেন।

ইবনে মঞ্জুর এই রেওয়ায়েত উদ্ধৃত করার পর বলেন :

'তাসাল্লুব' এর অর্থ হল দুঃখের অবস্থায় কালো কাপড় পরা। ওই 'স্ল্যাব' যা একজন মহিলা পরেন। এটি ওই কালো পোশাক যা দিয়ে শোকাহতা মহিলা তার মাথা ঢেকে রাখেন।

হযরত ফতেমা যাহরা (সাঃআঃ)-এর  নবী করিম (সাঃ)-এর শোকে কালো কাপড় পরা :

ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন হল মহানবী (সাঃ)-এর মৃত্যুর দিন। এই শোক উপলক্ষে নবীজির স্ত্রীগণ এবং তাঁর কন্যা হযরত  ফতেমা যাহরা (সাঃআঃ) কালো পোশাক পরেন।

রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, হযরত ফিয্যা বলেন যে, আল্লাহর রাসূলের মৃত্যুর আট দিন পর, হযরত ফতেমা যাহরা (সাঃআঃ) বনী হাশিমের মহিলাদের সাথে তাঁর বাবার কবরে যান এবং শোকাহতা অবস্থায় বলেন :

"বাবা জান! আপনার পরলোক গমনের পর থেকে পৃথিবী আমাদের কাছ থেকে আলো এবং নেয়ামত নিয়ে নিয়েছে। এই পৃথিবী আপনার বরকতে উজ্জ্বল ছিল কিন্তু এখন দিনগুলিও অন্ধকার হয়ে গেছে ...... তারপর বিবি এত জোরে ফরিয়াদ করেন যে, মনে হচ্ছিল তাঁর আত্মা শরীর থেকে বিদায় নেবে।

আল্লামা মজলিসী, (মৃত্যু ১১১০ হিজরী), বিহারুল আনওয়ার খন্ড ৪৩ পৃষ্ঠা ১৪..প্রকাশক মুওয়াস্সেসা আল ওফা বেরুট লেবানন ১৪০৩ হিজরী।

হযরত ফতেমা যাহরা (সাঃআঃ) সহীহ সনদ অনুযায়ী কবরের ধুলো নিজের চোখের উপর রেখে উল্লেখিত বাণীর মাধ্যমে শোক প্রকাশ করেন।

নিজের বাবার মৃত্যুর পর হযরত ফতেমা যাহরা (সাঃআঃ) সর্বদা শোকাহত ছিলেন।

পিতার মৃত্যুর পর সবসময় তাঁর (সাঃআঃ) মাথা বাঁধা থাকত, তাঁর শরীর অসুস্থ ছিল, তাঁর কোমর ঝুকে ছিল এবং বারবার তিনি অজ্ঞান হয়ে যেতেন।

আরেকটি রেওয়ায়েত মোতাবেক, রাসূল নন্দিনী (সাঃআঃ)) সবসময় মাথায় কালো কাপড় পরতেন যা ছিল তাঁর বাবার দুঃখের প্রতীক। সুতরাং তিনি নিজের পিতার শোকে কাতর হয়ে কালো পোশাক ব্যবহার করতেন।...চলবে...

 লেখা: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha